উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/যাকারিয়া চৌধুরী আল মাদানী

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Prince Tuhin13 (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০০, ২২ জুন ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (যাকারিয়া চৌধুরী আল মাদানী: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

যাকারিয়া চৌধুরী আল মাদানী (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) – (লগ দেখুন)
(উৎস খুঁজুন: "যাকারিয়া চৌধুরী আল মাদানী" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র)

নিবন্ধটি wp:GNGwp:হুজুর পূরণে ব্যর্থ। অপসারণ করা হোক। –ধর্মমন্ত্রী (আলাপ) ২০:২২, ১৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  •   রাখুন @Owais Al Qarni শ্রদ্ধেয় ভাই আপনি হয়তো নামটি লিখে গুগল করেননি। নামটি লিখে গুগল করলে হয়তো অপসারনের প্রস্তাব দিতেন না। আমার দৃষ্টিতে wp:GNG এর ২নং পয়েন্ট ও wp:হুজুর এর ২নং পয়েন্ট এ উত্তির্ণ, আপনার দৃষ্টিতে wp:GNGwp:হুজুর এ কেন উত্তির্ণ নয় তা আমার বোধগম্য নয়। একটু বুঝিয়ে বললে কৃতার্থ হবো। ধন্যবাদ Prince Tuhin13 (আলাপ) ০৮:১৩, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    আপনি কষ্ট করে লিখেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। নিবন্ধে থাকা দৈনিক আলোকিত বাংলাদেশের সূত্রটি ভালো, তবে বাংলাদেশ টাইমস ও চাঁদপুর পোস্ট নির্ভরযোগ্য নয়। আমি লেখা মিলিয়ে দেখলাম, এই দুই লেখা হুবহু দাড়ি কমাসহ মিলছে, আমার মনে হচ্ছে মাদ্রাসা থেকে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ও তারা তা প্রকাশ করেছে। সে যাহোক। আরটিভি ও দ্য নিউ নেশনের মূল বিষয় ঈদ ও তার নাম উল্লেখ ছাড়া তাকে নিয়ে একটি বাক্যও নেই। আপাতত নির্ভরযোগ্য উৎসে তাৎপর্যপূর্ণ প্রচারের বড় অভাব। নিবন্ধ থাকুক বা না থাকুক, হতাশ হবেন না। সম্পাদনা চালিয়ে যান। 👍 --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৯, ২০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Prince Tuhin13: এটি Wp:GNG মোটেও পূরণ করছে না। একদিন আগে ইদ পালন করা তাৎপর্যপূর্ণ কোনো ঘটনাই না। যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম হয়ে আসছে, এটি নতুন কোনো বিষয় না। সুতরাং যেটি তাৎপর্যপূর্ণ ঘটনা-ই না, সেটার তাৎপর্যপূর্ণ প্রচার কীভাবে হবে? তাছাড়া আপনার সরবরাহকৃত সূত্র বেশিরভাগ অনুল্লেখযোগ্য। Wp:হুজুর-এর দুই নং পয়েন্টে বলা হয়েছে, কোন উল্লেখযোগ্য ধর্মীয় ঘটনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা বিভিন্নসূত্রে বিবেচনাযোগ্যভাবে কভারজ পেয়েছে। শুরুতেই বলেছি, এটি উল্লেখযোগ্য কোনো ধর্মীয় ঘটনা না। ইতিপূর্বে আপনার চাঁদপুরে এই প্রথার প্রচলনকারী ব্যক্তির মূল নিবন্ধটিও অপসারিত হয়েছিল।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:১১, ২২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামানশ্রদ্ধেয় বড় ভাই-
    ১. wp:হুজুর এর ২নং পয়েন্ট এ উল্লেখ আছে কোন উল্লেখযোগ্য ধর্মীয় ঘটনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা বিভিন্নসূত্রে বিবেচনাযোগ্যভাবে কভারজ পেয়েছে এখানে উল্যেখযোগ্য একটি ধর্মীয় ঘটনা হচ্ছে আগাম ঈদ। আর আগাম ঈদ পালণে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা জাতীয় প্রায় সকল গণমাধ্যমে বিবেচনাযোগ্যভাবে কভারেজ পেয়েছে।
    ২. আরটিভিতে এই ব্যক্তির নামের পাশাপাশি তার বক্তব্যও কোট করা হয়েছে সুতরাং।
    ৩. নিবন্ধতে আরও কিছু সুত্র যোগ করা হয়েছে। Prince Tuhin13 (আলাপ) ১৬:০০, ২২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  •   মুছুন মনোনয়ন অনুসারে। NusJaS (আলাপ) ২০:১৫, ২০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @NusJaS এবং @MS Sakib সম্ভবত একই ব্যক্তি। Prince Tuhin13 (আলাপ) ২২:১৪, ২০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    কাটার দরকার নেই। তাদের ব্যবহারকারী পাতা দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৯, ২০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Prince Tuhin13: দুজন অবদানকারী কি একই নেটওয়ার্ক বা ডিভাইস ব্যবহার করতে পারে না? একই আইপি ব্যবহার করলে কি তারা তাদের মতামত দেওয়ার অধিকার হারিয়ে ফেলে? (প্রথমে লিখেছিলেন, দুজন একই আইপি) ব্যবহারকারী পাতায় বলা আছে, "ডিভাইস ও আইপি ঠিকানা ভাগাভাগি করেন", এতেই তো স্পষ্ট হয়ে যাওয়ার কথা। তবুও আপনি NuJaS-এর বক্তব্য কেটে দিয়েছিলেন কেন? ≈ MS Sakib  «আলাপ» ১৪:১৭, ২১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Darpana Rahman: আপনি এই অপসারণ প্রস্তাবনা দেওয়ার অনেক পরে একাউন্ট খুলেছেন। ১টি নিবন্ধও তৈরি করেন নি। হঠাৎ এখানে কমেন্ট করে দিলেন। আপনি কী কোনোভাবে Prince Tuhin13 আইডির সাথে যুক্ত?–ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:১১, ২২ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]