পাবনা
বাংলাদেশের শহর
পাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলের (উত্তরবঙ্গের) একটি প্রধান শহর। এটি রাজশাহী বিভাগ এর পাবনা জেলার অন্তর্গত। পাবনা শহর বিখ্যাত পদ্মানদীর তীরে অবস্থিত।
পাবনা | |
---|---|
স্থানাঙ্ক: ২৪°০১′ উত্তর ৮৯°১৩′ পূর্ব / ২৪.০১৭° উত্তর ৮৯.২১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উচ্চতা | ১৬ মিটার (৫২ ফুট) |
জনসংখ্যা (২০১২) | |
• মোট | ১,৮৬,৭৮১ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | জেলার ওয়েবসাইট |
যাতায়াত
যমুনা বহুমুখী সেতু পার হয়ে সড়কপথে রাজধানী ঢাকা থেকে মাত্র চার ঘণ্টার পথ।
শিক্ষাব্যবস্থা
২০০৬ সালে পাবনায় প্রতিষ্ঠা করা হয় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,২০০৮ সালে সরকারী মেডিক্যাল কলেজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অন্যান্য নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পাবনা জিলা স্কুল, পাবনা ক্যাডেট কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, এডওয়ার্ড কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজ, সরকারী মহিলা কলেজ, পাবনা সরকারী বালিকা উচ্চবিদ্যালয় প্রভৃতি।
দর্শনীয়স্থান
- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির)
- পাকশীস্থ হার্ডিঞ্জ ব্রিজ
- ক্ষেতুপাড়া জমিদার বাড়ী[১]
খ্যাতিমান ব্যক্তিবর্গ
- বন্দে আলী মিয়া একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
- জেনারেল জ়ে.এন.চৌধুরী (সাবেক ভারতীয় সেনাপ্রধান),
- ব্যবসায়ী স্যামসন এইচ চৌধুরী,
- সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, বাপ্পী লাহিড়ী, খ্যাতিমান উপস্থাপক
- ফজলে লোহানী, সাহিত্যিক
- প্রমথ চৌধুরী (ছদ্মনাম বীরবল),
- জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন প্রমুখ।
তথ্যসূত্র
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |