ফরেস্ট গাম্প

১৯৯৪-এর রবার্ট জেমেকিস পরিচালিত মার্কিন চলচ্চিত্র

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা EmausBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে সম্পাদিত হয়েছিল (r2.7.2+) (বট যোগ করছে: bs:Forrest Gump (film))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ফরেস্ট গাম্প (ইংরেজি: Forrest Gump) ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একটি বিখ্যাত মার্কিন চলচ্চিত্র । এই সিনেমায় অভিনয়ের জন্য টম হ্যাংক্‌স্ সেরা অভিনেতা হিসেবে ৬৭ তম অস্কার পুরস্কার পান । এর পরিচালক রবার্ট জেমেকিসউইন্সটন গ্রুম এর লেখা উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে চলচ্চিত্র টি। চিত্র নাট্য লিখেছেন এরিক রথ। ১৯৯৫ সালের অস্কার প্রতিযোগিতায় ৬ টি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে এবং সর্বমোট ১৪ টি বিভাগে মনোনয়ন পায়।

কাহিনী সংক্ষেপ

চলচ্চিত্রটির মূল কাহিনী শুরু হয় ১৯৮১ সালের কোন এক সময়ে, কোন এক বাস ষ্টেশনে। বোকাসোকা ফরেস্ট গাম্প কিভাবে ঘটনাক্রমে তার জীবনকে আমেরিকার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলে, তারই বর্ণনা ছিল গাম্পের কন্ঠে । কোন রকম চেষ্টা ছাড়াই সে ফুটবল তারকা হয়ে যায়, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পায়, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগ দেয়, লাভজনক চিংড়ি ব্যবসায় জড়িয়ে পরে, বছরের পর বছর ধরে গ্রামান্তর দৌঁড়ে অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াটার গেট কেলেঙ্কারিও সে উন্মোচন করে। এলভিস প্রিসলীর সাথেও সময় কাটিয়েছিল গাম্প। নিজের সরল ব্যক্তিত্ব ও সাদামাটা জীবনে ফরেস্ট গাম সব সময়ই ছোট্ট বেলার বান্ধবী জেনীকে কাছে চেয়েছিলো। কিন্তু নিরীহ, সরল ফরেস্ট গাম আমেরিকার সব বড় বড় ঘটনার সাক্ষী হয়ে ওঠে। তবুও শেষ পর্যন্ত সে সাধারণই থেকে যায়।

বিখ্যাত সংলাপ

ফরেস্ট গাম্প চলচ্চিত্রটি বিখ্যাত কিছু সংলাপের জন্য পরিচিতি।

১. লেফটেন্যান্ট ড্যানিয়েল টেইলর: তুমি কি এখনো ঈশ্বরকে থুজে পাওনি, গাম্প?
ফরেষ্ট গাম্প: আমি জানি না, কিন্তু আমি তাকে খুজতেছিলাম, স্যার।

২. ‘আমার নাম ফরেস্টা গাম্প, লোকে আমাকে ফরেস্ট গাম বলে।’

বহি:সংযোগ